ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ

0

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ বিটিআরসি।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে ।

বিটিআরসির গণমাধ্যম শাখার সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, ‘নিরাপত্তা সংস্থার সর্বোচ্চ কর্মকর্তাদের অনুরোধে বিটিআরসি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক সাময়িকভাবে বন্ধ করেছে।’

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার রায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিটিআরসির কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

এরপরই দেশের সব মোবাইল ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ সেবা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিরাপত্তার স্বার্থে তারা এই পদক্ষেপ নিয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.