উখিয়া পালংখালীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)    :  বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বিগত বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সাধারণ কৃষকের উপর নির্মম ভাবে গুলি চালিয়ে ১৭ জন নিরহ কৃষককে হত্যা করেছিল। বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান অবৈধ ভাবে ক্ষমতায় আসীন হয়েছিলেন। তাদের জন্মই হয়েছিল অবৈধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর কৃষকরা নির্বিঘেœ সার পাচ্ছে। গতকাল শূক্রবার বিকেলে উখিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।

গতকাল শুক্রবার বিকেলে পালংখালী ষ্টেশন চত্ত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা কৃষকলীগের সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী, কক্সবাজার জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, কক্সবাজার জেলা কৃষকলীগের সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সাংবাদিক রতন কান্তি দে, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন জুয়েল, উখিয়া উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক কাজী আকতার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী ছোটন, উখিয়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, কামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম (বাবুল), ছৈয়দ হোছাইন, রাজাপালং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, জালিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জানে আলম, হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ওলামালীগের আহবায়ক সোহেল খান, সদস্য সচিব হামিদুল হক সিকদার, উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন, উখিয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও পালংখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল হোসেন ও পালংখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক খলিল আহমদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.