উখিয়ায় যুবলীগের যুব সমাবেশ ও পুর্নমিলনী অনুষ্ঠিত

0

শহিদুল ইসলাম: উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে তখনই দেশের স্বার্থবিরোধী একটি ষড়যন্ত্রকারী মহল ঘোলা পানিতে মাছ শিকার করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়। আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীদের এসব ষড়যন্ত্রকারীদের রাজপথে মোকাবেলা করার আহবান জানান। গতকাল শনিবার বিকেলে উখিয়ার কোটবাজার স্টেশনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মুজিব সারথীদের ঐক্যবদ্ধ ভাবে জনসাধারণের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আহবান জানান। তিনি বলেন, সাম্য ও শান্তির প্রতীক হিসেবে উখিয়া-টেকনাফের উন্নয়নে আমি অঙ্গিকারাবদ্ধ।

উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের অনবদ্য সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশ ও পুর্নমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রামু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম রিয়াজ, উপজেলা আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মিন্টু, আওয়ামীলীগ নেতা আমিনুল হক আমিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহ-সভাপতি সোহেল আহমদ বাহাদুর। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল হোছাইন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা রাসেল উদ্দিন সুজন, শাহজাহান সাজু, ইব্রাহীম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মো: নোমান, সাধারন সম্পাদক মকবুল হোসেন মিথুন,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সরওয়ার কামাল পাশা, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল। অন্যান্যদের মধ্যে যুবলীগ নেতা মোঃ শাহজাহান, নূর মোহাম্মদ মিজান, উলামালীগের আহবায়ক শাহাদত হোসেন, সদস্য সচিব হামিদুল হক সিকদার প্রমুখ।

এদিকে সকাল সাড়ে ১১ টায় উখিয়া পালং গার্ডেন কমিউনিটি সেন্টারে নিশা কম্পিউটার ইনষ্টিটিউট কোটবাজারের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ করেন উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশকে ডিজিটালের পূর্ণাঙ্গ রূপ দিতে জননেত্রী শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ ডিজিটালাইজড বাস্তবায়ন হতে চলছে। নিশা কম্পিউটার ইনষ্টিটিউট থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের উত্তীর্ন ২১০জন শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পিটিআই সুপার ও প্রবীন শিক্ষক আবুল কাশেম। স্বাগত বক্তব্য রাখেন নিশা কম্পিউটার ইনষ্টিটিউটের পরিচালক মোঃ হেলাল উদ্দিন, প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার পলিটেকনিক ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার প্রদিপ্ত খীসা। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, শিক্ষানুরাগী ছাবের আাহমদ কন্ট্রাক্টর। অনুষ্ঠান পরিচালনা করেন, নিশা কম্পিউটার ইনষ্টিটিউটের উপদেষ্টা এডঃ সাইফুদ্দিন খালেদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.