পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে ‘কড়া প্রতিবাদ’

0

সিটিনিউজবিডি :: বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায় সম্পর্কে আপত্তিকর সমালোচনা করায় পাকিস্তানের প্রতি কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের হাইকমিশনার সুজা আলমকে সোমবার দুপুরে তলব করে এই প্রতিবাদ জানান হয়।

হাইকমিশনার সুজা আলমকে কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পাক্ষিক) মো. মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন, ‘পাকিস্তান সরকার আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আন্তর্জাতিক অপারাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় দেশটির হাইকমিশনার সুজা আলমকে ডাকা হয়। তার মাধ্যমে ইসলামাবাদকে ঢাকা কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। কেননা তারা যে ধরনের মন্তব্য করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি শনিবার গভীর রাত ১২টা ৫৫ মিনিটে কার্যকর করা হয়।

ওই রায় কার্যকরের পর রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র কাজী খলিলুল্লাহ এক বিবৃতিতে বলেন, ‘আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির মতো দুর্ভাগ্যজনক ঘটনায় গভীর উদ্বেগ ও গভীর যন্ত্রণা অনুভব করছি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.