বাংলাদেশ- ভারত যৌথ সীমান্ত সম্মেলন শুরু

0

চট্রগ্রাম অফিস:: চট্টগ্রামে বাংলাদেশ–ভারত স্থল সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে বসেছেন দুই দেশের কর্মকর্তারা। বুধবার সকাল দশটায় সার্কিট হাউজে এই বৈঠক শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের মিডিয়া ও লিয়াঁজো অফিসার রাজিবুল- উল আহসান জানান, বৈঠকে দুই দেশের জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত আছেন।

তিনি আরো জানান, এই বৈঠকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সীমান্ত দিয়ে দুই দেশে মাদক, মানব পাচারসহ অনান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক শামসুল আরেফীন। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, ও বান্দরবানের জেলা প্রশাসক এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ বৈঠকে উপস্থিত আছেন।

ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মিজোরামের লংলাই জেলার ডেপুটি কমিশনার আশিস মোদকর। এই বৈঠকে যোগ দিতে ভারতীয প্রতিনিধি দল মঙ্গলবার চট্টগ্রামে এসে পৌছেছে।
বৈঠক শেষে বৃহস্পতিবার ভারতীয় প্রতিনিধি দলের চট্টগ্রাম ত্যাগ করার কথা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.