জাতীয়করণ পর্যায়ে ১৫০টি কলেজের নাম

0

সিটিনিউজবিডি : সরকারি কলেজবিহীন উপজেলায় ১টি করে কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে গঠিত কমিটি ৩২৫টি কলেজ জাতীয়করণের লক্ষ্য নির্ধারণ করেছে।  এর মধ্যে বিভিন্ন সময় জমা হওয়া শত শত আবেদনের মধ্য থেকে প্রধানমন্ত্রী কিছু প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য সরাসরি সুপারিশ করেছেন। কোনো কোনোটিকে জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছেন।

যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আবার কোনো কোনো আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে অগ্রায়ন করে বিধি মোতাবেক ব্যবস্থা নিতেও বলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো চিঠির ভিত্তিতে প্রথম পর্যায়ে ১৫০টি কলেজের নাম তালিকাভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কলেজ শাখা থেকে জাতীয়করণের জন্য সুপারিশ করার লক্ষ্যে গঠিত কমিটির কাছে সমপ্রতি তালিকাটি পাঠানো হয়েছে। এর আগে ২২টি কলেজ জাতীয়করণের ঘোষণা দেয়া হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো ১. আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, বায়েজিদ, চট্টগ্রাম; ২. সোনারগাঁও ডিগ্রি কলেজ, সোনারগাঁও, নারায়ণগঞ্জ; ৩. জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ, কালিয়াকৈর, গাজীপুর; ৪. শামছুল হক মহাবিদ্যালয়, কালিহাতী, টাঙ্গাইল; ৫. বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ; ৬. কয়রা মহিলা কলেজ, কয়রা, খুলনা; ৭. রাষ্ট্রপতি আবদুল হামিদ কলেজ, ইটনা, কিশোরগঞ্জ; ৮. মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, শিবালয় মানিকগঞ্জ; ৯. চুনতি মহিলা ডিগ্রি কলেজ, লোহাগাড়া, চট্টগ্রাম; ১০. জলঢাকা ডিগ্রি কলেজ, জলঢাকা, নীলফামারী; ১১. ফুলছড়ি ডিগ্রি কলেজ, ফুলছড়ি, গাইবান্ধা; ১২. শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, দৌলতপুর কুষ্টিয়া; ১৩. রামু কলেজ, রামু, কক্সবাজার; ১৪. সাভার কলেজ, সাভার, ঢাকা; ১৫. শাহ্্ আব্দুর রউফ কলেজ, পীরগঞ্জ, রংপুর; ১৬. সীতাকু- মহিলা কলেজ, সীতাকু-, চট্টগ্রাম; ১৭. গোয়াইনঘাট ডিগ্রি কলেজ, ঘোয়াইনঘাট, সিলেট; ১৮. ইমরান আহমদ মহিলা কলেজ, জৈন্তাপুর, সিলেট; ১৯. বাদাঘাট ডিগ্রি কলেজ, তাহিরপুর, সুনামগঞ্জ; ২০. করিমগঞ্জ মহাবিদ্যালয়, করিমগঞ্জ, কিশোরগঞ্জ; ২১. নাগেশ্বরী কলেজ, নাগেশ্বরী, কুড়িগ্রাম; ২২. গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, গোয়ালন্দ, রাজবাড়ী; ২৩. শহীদ নজমুল হক ডিগ্রি কলেজ, নলডাঙ্গা, নাটোর; ২৪. বড়াইগ্রাম অনার্স কলেজ, বড়াইগ্রাম, নাটোর; ২৫. ভোলাহাট মহিলা কলেজ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ; ২৬. রহনপুর মহিলা কলেজ, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ; ২৭. রাজৈর ডিগ্রি কলেজ, রাজৈর, মাদারীপুর; ২৮. মংলা কলেজ, মংলা, বাগেরহাট; ২৯. সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, দেলদুয়ার, টাঙ্গাইল; ৩০. রামপাল ডিগ্রি কলেজ, রামপাল, বাগেরহাট; ৩১. বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সদর; ৩২. তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, তাড়াইল, ময়মনসিংহ ৩৩. মোহনপুর ডিগ্রি কলেজ, মোহনপুর, রাজশাহী; ৩৪. ধোবাউড়া আদর্শ কলেজ, ধোবাউড়া, ময়মনসিংহ; ৩৫. রাজিবপুর ডিগ্রি কলেজ, রাজিবপুর, কুড়িগ্রাম; ৩৬. কালিগঞ্জ কলেজ, কালিগঞ্জ, সাতক্ষীরা; ৩৭. জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, জীবননগর, চুয়াডাঙ্গা; ৩৮. তেলিগাতী ডিগ্রি কলেজ, আটপাড়া, নেত্রকোণা; ৩৯. নওয়াপাড়া মহাবিদ্যালয়, অভয়নগর, যশোর; ৪০. ভালুকা ডিগ্রি কলেজ, ভালুকা, ময়মনসিংহ ৪১. সাঁথিয়া ডিগ্রি কলেজ, সাঁথিয়া, পাবনা; ৪২. শাহপুর মধুগ্রাম কলেজ, ডুমুরিয়া, খুলনা; ৪৩. ফকিরহাট ফজিলাতুননেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট; ৪৪. শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ, কচুয়া বাগেরহাট; ৪৫. জিবিজি কলেজ, ঘাটাইল, টাঙ্গাইল; (তথ্য সংগ্রহপূর্বক জাতীয়করণের যৌক্তিকতা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে) ৪৬. কদম রসুল কলেজ, বন্দর, নারায়ণগঞ্জ; (ঐ) ৪৭. আব্দুল জব্বার কলেজ, বোরহানউদ্দিন, ভোলা; (ঐ) ৪৮. বোরহানউদ্দিন মহিলা ডিগ্রি কলেজ, বোরহানউদ্দিন, ভোলা (ঐ); ৪৯. আবু আবদুল্লা কলেজ, দৌলতখান, ভোলা (ঐ); ৫০. দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, দুর্গাপুর, নেত্রকোনা (ঐ); ৫১. শহীদ আব্দুস সালাম ডিগ্রি কলেজ, কালিয়া, নড়াইল (ঐ); ৫২. ঝিনাইদহ কলেজ, সদর, ঝিনাইদহ (ঐ); ৫৩. উজিরপুর আলহাজ বি.এন.খান ডিগ্রি কলেজ, উজিরপুর, বরিশাল (ঐ); ৫৪. কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, বোয়ালমারী, ফরিদপুর (ঐ); ৫৫. হাজি কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কামারখন্দ, সিরাজগঞ্জ (ঐ); ৫৬. কলমাকান্দা ডিগ্রি কলেজ, কলমাকান্দা, নেত্রকোনা (ঐ); ৫৭. করফুলেন্নেছা মহিলা কলেজ, শাহারাস্তি, চাঁদপুর (ঐ); ৫৮. বামনা ডিগ্রি কলেজ, বামনা, বরগুনা (ঐ); ৫৯. মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, কলাপাড়া, পটুয়াখালী (ঐ); ৬০. জনতা কলেজ, দুমকি, পটুয়াখালী (ঐ); ৬১. সরিষাবাড়ী কলেজ, সরিষাবাড়ী, জামালপুর (ঐ); ৬৭. সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট (ঐ); ৬৮. ধর্মপাশা ডিগ্রি কলেজ, ধর্মপাশা, সুনামগঞ্জ (ঐ); ৬৯. গাংনী মহিলা ডিগ্রি কলেজ, গাংনী, মেহেরপুর (ঐ); ৭০. সৈকত ডিগ্রি কলেজ, সুবর্ণচর, নোয়াখালী (ঐ); ৭১. পোরশা ডিগ্রি কলেজ, পোরশা, নওগাঁ (ঐ); ৭২. মাহ্তাব উদ্দিন ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ; ৭৩. বঙ্গবন্ধু কলেজ, পল্লবী, ঢাকা; ৭৪. বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজ, উখিয়া, কক্সবাজার; ৭৫. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আইডিয়াল কলেজ, তাড়াশ, সিরাজগঞ্জ; ৭৬. আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ, আলফাডাঙ্গা, ফরিদপুর; ৭৭. শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজ, দুপচাঁচিয়া বগুড়া; ৭৮. শ্রীপুর ডিগ্রি কলেজ, শ্রীপুর, মাগুরা; ৭৯. কাজী মাহবুব উল্লাহ কেএম কলেজ, ভাঙ্গা ফরিদপুর; ৮০. মুকসুদপুর কলেজ, মুকসুদপুর, গোপালগঞ্জ; ৮১. বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ, গুরুদাসপুর, নাটোর; ৮২. আমতলী ডিগ্রি কলেজ, আমতলী, বরগুনা; ৮৩. বাউফল ডিগ্রি কলেজ, বাউফল, পটুয়াখালী; ৮৪. সুসং মহাবিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা; ৮৫. মোহনগঞ্জ ডিগ্রি কলেজ, মোহনগঞ্জ, নেত্রকোনা; ৮৬. পূর্বধলা ডিগ্রি কলেজ, পূর্বধলা, নেত্রকোনা; ৮৭. সৈয়দপুর কলেজ, সৈয়দপুর, নীলফামারী; ৮৮. শেরেবাংলা ডিগ্রি কলেজ, চিতলমারী, বাগেরহাট; ৮৯. গোপালপুর কলেজ, গোপালপুর, টাঙ্গাইল; ৯০. বঙ্গবন্ধু কলেজ, সরিষাবাড়ী, জামালপুর; ৯১. বারহাট্টা কলেজ, বারহাট্টা, নেত্রকোনা; ৯২. খলিলুর রহমান ডিগ্রি কলেজ, মোল্লাহাট, বাগেরহাট; ৯৩. রাজাপুর ডিগ্রি কলেজ, রাজাপুর, ঝালকাঠি; ৯৪. রৌমারী ডিগ্রি কলেজ, রৌমারী, কুড়িগ্রাম; ৯৫. বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ, মহম্মদপুর, মাগুরা; ৯৬. পার্বতীপুর ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর; ৯৭. সুবিদখালী ডিগ্রি কলেজ, মির্জাগঞ্জ, পটুয়াখালী; ৯৮. জামালগঞ্জ ডিগ্রি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ; ৯৯. মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মেঘনা, কুমিল্লা; ১০০. তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ, কাঁঠালিয়া, ঝালকাঠি; ১০১. আলাওল ডিগ্রি কলেজ, বাঁশখালী সদর, চট্টগ্রাম; ১০২. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কালীগঞ্জ, ঝিনাইদহ; ১০৩. তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ, গাংনী, মেহেরপুর; ১০৪. আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা; ১০৫. ধামইরহাট এম এম ডিগ্রি কলেজ, ধামইরহাট, নওগাঁ; ১০৬. বড়লেখা ডিগ্রি কলেজ, বড়লেখা, মৌলভীবাজার; ১০৭. বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; ১০৮. বটিয়াঘাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা ১০৯. গাংনী ডিগ্রি কলেজ, গাংনী, মেহেরপুর; ১১০. আশাশুনি কলেজ, আশাশুনি, সাতক্ষীরা; ১১১. মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজ, শৈলকুপা, ঝিনাইদহ; ১১২. নাচোল ডিগ্রি কলেজ, নাচোল, চাঁপাইনব্বগঞ্জ; ১১৩. চৌহালী ডিগ্রি কলেজ, চৌহালী, সিরাজগঞ্জ; ১১৪. জোবেদা রুবেয়া মহিলা কলেজ, বাসাইল, টাঙ্গাইল; ১১৫. কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া, বাগেরহাট; ১১৬. সীতাকু- ডিগ্রি কলেজ, সীতাকু-, চট্টগ্রাম; ১১৭. ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ; ১১৮. হালিমা খাতুন মহিলা (ডিগ্রি) মহাবিদ্যালয়, দৌলতখান, ভোলা; ১১৯. সৈয়দ আহম্মদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া; ১২০. লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, টাঙ্গাইল সদর; ১২১. বেলকুচি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ; (প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে); ১২২. নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজ, নান্দিনা, জামালপুর সদর; ১২৩. কালিয়াকৈর কলেজ, কালিয়াকৈর, গাজীপুর; ১২৪. কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর; ১২৫. শরণখোলা ডিগ্রি কলেজ, শরণখোলা, বাগেরহাট; ১২৬. ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজ, সুজানগর, পাবনা; ১২৭. সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজ, সরিষাবাড়ী, জামালপুর; ১২৮. এম এ খালেক ডিগ্রি কলেজ, কাশিয়ানী, গোপালগঞ্জ; ১২৯. ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ; ১৩০. খানজাহান আলী ডিগ্রি কলেজ সদর বাগেরহাট; ১৩১. চৌগাছা ডিগ্রি কলেজ, চৌগাছা, যশোর; ১৩২. চিলমারী মহিলা ডিগ্রি কলেজ, চিলমারী, কুড়িগ্রাম; ১৩৩. বিরল ডিগ্রি কলেজ, বিরল, দিনাজপুর; ১৩৪. কাউনিয়া কলেজ, কাউনিয়া, রংপুর; ১৩৫. চিলমারী ডিগ্রি কলেজ, চিলমারী, কুড়িগ্রাম; ১৩৬. গোপালপুর ডিগ্রি (পাস) ও অনার্স কলেজ, লালপুর, নাটোর; ১৩৭. শহীদ মশিয়ুর রহমান ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর; ১৩৮. রহনপুর ইউসুফ আলী কলেজ, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ; ১৩৯. আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ, দিনাজপুর; ১৪০. ভোলারহাট মোহবুল্লাহ্্ মহাবিদ্যালয়, ভোলারহাট, চাঁপাইনবাবগঞ্জ; ১৪১. দীঘিনালা ডিগ্রি কলেজ, দীঘিনালা, খাগড়াছড়ি; ১৪২. গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ, চিলমারী, কুড়িগ্রাম; ১৪৩. কাচালং ডিগ্রি কলেজ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা; ১৪৪. চরজব্বর ডিগ্রি কলেজ, সুবর্ণচর, নোয়াখালী; ১৪৫. খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ, দেবহাটা, সাতক্ষীরা; ১৪৬. পীরগাছা কলেজ, পীরগাছা, রংপুর; ১৪৭. বিরামপুর ডিগ্রি কলেজ, বিরামপুর, দিনাজপুর; ১৪৮. আঠারবাড়ী ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ; ১৪৯. মুক্তিযোদ্ধা কলেজ রুদ্রপুর, যশোর সদর; ১৫০. কালীগঞ্জ কলেজ, কালিগঞ্জ, সাতক্ষীরা; ১৫১. সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ, সখীপুর, টাঙ্গাইল; ১৫২. মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি; ১৫৩. শাহ নেয়ামতুল্লাহ কলেজ, সদর, চাঁপাইনবাবগঞ্জ; ১৫৪. শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ, কুমারখালী, কুষ্টিয়া; ১৫৫. সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.