সাতক্ষীরায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

0

সাতক্ষীরা প্রতিনিধি: বিএসএফ-এর গুলিতে সাতক্ষীরায়  দুই বাংলাদেশি নিহত হওয়র খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের খালেক সরদার। তাদের মরদেহ এখনও ঘটনাস্থল ভারতের তারালি গ্রামে আছে বলে জানায় স্থানীয়রা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানিয়েছে, তারা এমন একটি খবর জানতে পারলেও তা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

সীমান্তের লোকজন গরু রাখালদের বরাত দিয়ে আরও জানায়, বৃহস্পতিবার ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে চোরাচালান পণ্য নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বিএসএফ-এর ৭৬ ব্যাটেলিয়নের তারালি ক্যাম্প সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই বাংলাদেশির মৃত্যু হয় বলে জানায় তারা।

এ প্রসঙ্গে বিজিবির তলুইগাছা ক্যাম্প কমান্ডার সুবেদার হুমায়ুন জানান, ‘আমি ওপারে গুলির শব্দ শুনেছি। হতাহতের খবরও শুনেছি। তবে নিশ্চিত হতে পারিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.