চন্দনাইশ সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক ইংরেজী ভাষা প্রশিক্ষণ ক্যাম্প

0

এস কফিল  :   ব্র্যাক-শিক্ষা কর্মসূচি পেইস কর্তৃক চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩ দিন ব্যাপী ইংরেজী ভাষা প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সনজীদা শরমিন। বিশেষ অতিথি ছিলেন সাতবাড়িয়া ড. অলি আহমদ বীর বিক্রম কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ, বিদ্যালয় কমিটির সদস্য বেলাল হোসেন মিঠু, প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, ব্র্যাক এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মজুমদার, ব্র্যাক-শিক্ষা কর্মসূচি পেইস-এর সিনিয়র এরিয়া ম্যানেজার আশুতোষ চক্রবর্তী, সাংবাদিক আবদুর রাজ্জাক, এস কফিল, এস এম রহমান।

প্রশিক্ষক ছিলেন আবু সাঈদ মোঃ নোমান, ইকবাল হোসেন নিস্তব্দ ও রুবেল কান্তি দে। অন্যদের মধ্যে সহায়ক ছিলেন সহকারী প্রধান শিক্ষক আবু খালেদ, মাস্টার হুমায়ুন কবির, কর্মসূচি সংগঠক মো: কামাল উদ্দিন, আবদুর রশীদ মোল্লা প্রমুখ। সঞ্চালনা করেন ইকবাল হোসেন ।
এতে ইংরেজী ভাষা শিক্ষা প্রশিক্ষণ ক্যাম্পে/ইংলিশ ল্যাইঙ্গুইজ ক্যাম্পে সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ও বরকল আবদুল হাই-আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.