নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে যাবেন না – হাছান মাহমুদ

0

ঢাকা প্রতিনিধি, সিটিনিউজবিডিঃঃ  আজ শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার-পাকিস্তান ও জামায়াতের অনৈতিক বক্তব্য’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ বলেন, ‘শুনেছি বিএনপি আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আমি এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই। একই সঙ্গে বলব নির্বাচনে অংশ নিয়ে মাঝপথে সরে না যেতে।’

পৌরসভা নির্বাচনে নিজ দলের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, নির্বাচনে দলীয় প্রতীকে দাঁড়াবে আওয়ামী লীগ। নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। বর্তমানে দেশে শতকরা ৭০ ভাগ পৌর মেয়র আমাদের। এই সংখ্যা এবার ৮০ ভাগে উন্নীত করতে হবে। এ জন্য সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, যুদ্ধাপরাধের বিচার যে সঠিক, ‘সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রতিক্রিয়াই তা প্রমাণ করে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.