সাকিবকে নিয়ে যা বললেন রংপুরের কোচ

0

স্পোর্টস ডেস্ক :: প্রথম ম্যাচে হার মানে রংপুর রাইডার্স। এরপর টানা দুই ম্যাচে জয় তুলে নেয়। দুই ম্যাচেই ব্যাট ও বল হাতে ধুন্ধুমার পারফরম্যান্স করেন সাকিব আল হাসান। কিন্তু তৃতীয় ম্যাচে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় চতুর্থ ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামে রংপুর। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাব ভালোভাবেই অনুভব করেছে তারা। রংপুর এদিন অলআউট হয়েছে মাত্র ৮২ রানে। জবাবে ১১.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তুলে নেয় কুমিল্লা।

ম্যাচ শেষে সাকিবে বিষয়ে রংপুর রাইডার্সের কোচ শেন জার্গেনসেন বলেন, ‘তার অভাব বোধ করেছি। সে খুবই ভালো মানের খেলোয়াড়। তার অলরাউন্ড নৈপূণ্য দলে ভারসম্য আনে। তার অনুপস্থিতি দলের উপর কিছুটা হলেও প্রভাব ফেলেছে। তবে আমি মনে করি আজ অন্যদের জন্য দারুণ একটা সুযোগ ছিল। সাকিবের অবর্তমানে তারা নিজেদের তুলে ধরতে পারত। ভালো খেলে ম্যাচটি জেতাতে পারত। দুর্ভাগ্যজনকভাবে আজ আমরা আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে লাগাতে পারিনি।’

তিনি আরো বলেন, ‘আসলে সাকিবের ওই পরিস্থিতির পেছনে আরো বেশ কিছু ঘটনা কাজ করেছে। সকল কিছুর সম্মিলিত কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আমি মনে করি সবারই আরো বেশি ধৈর্য্যশীল হওয়া উচিত। মাঠে যা ঘটেছে তা খানিকটা বাড়াবাড়ির পর্যায়েই ছিল।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.