তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ট্রাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ

0

ঢাকা অফিস :: রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষ হয়। এতে জসিম (৪০) নামের এক শ্রমিক পুলিশের শটগানের গুলিতে আহত হন।

রোববার দুপুর সোয়া ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। গুলিবিদ্ধ জসিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

এদিকে এ অভিযান ঘিরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযান শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন উচ্ছেদকারীদের ওপর ইট পাটকেল ছুড়তে শুরু করলে পুলিশ গুলি ছোড়ে। এতে এক ট্রাকচালক আহত হন। পুলিশ একজনকে আটক করেছে।

বেলা পৌণে ৩ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়াধাওয়ি চলছিল। স্থানীয় লোকজন মেয়রকে অবরুদ্ধ করে রেখেছে। আলোচনার জন্য মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতর রয়েছেন।

স্থানীয় লোকজন জানান, বিক্ষুব্ধ লোকজন মেয়রের প্রটোকলের গাড়ি ভাঙচুর করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.