তরুণদের ধৈর্য ধরতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

0

সিটিনিউজবিডি :: শিগগির ফেসবুক খুলে দেয়া হবে এমন আশ্বাস দিয়ে এ ব্যাপারে তরুণ প্রজন্মকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রবিবার সকালে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ থাকায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকার হোসেনী দালানের হামলা উগ্রপন্থীদের। তবে ব্লগার-প্রকাশক হত্যার বেশির ভাগ সন্দেহভাজন শনাক্ত ও অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রকাশক এবং লেখক হত্যার যে এটা, এটাতেও আমরা অনেককে চিহ্ণিত করেছি, সন্দেহভাজন অনেককেই আমরা ধরেছি। যে কয়জন ব্লগার হত্যা করেছে, এদের অনেককেই কিন্তু আমরা ধরেছি।

দেশে আইএসের কোনো সাংগঠনিক অস্তিত্ব নেই বলে আবারও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.