পাকিস্তানে স্কুলে হামলায় ৪ জনের ফাঁসি কার্যকর

0

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানে গত বছরের ডিসেম্বরে সেনা পরিচালিত একটি স্কুলে হামলায় অন্তত ১৪৪ জন নিহতের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। কোহাটের একটি বেসামরিক জেলে বুধবার তাদের ফাঁসিতে ঝুলানো হয়। খবর ডন নিউজের।

নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, কোহাট জেলে বুধবার সকালে ওই চার সন্ত্রাসীকে ফাঁসিতে ‍ঝুলানো হয়েছে।

সেনা আদালতে বিচারের মাধ্যমে ওই আসামিদের ফাঁসি দেওয়া হল। দেশটিতে সাংবিধানিকভাবে বেসামরিক লোকদের বিচারে সামরিক আদালত গঠনের পর এই প্রথম কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হল।

এর আগে গত সোমবার কালো তালিকাভুক্ত আসামি তওহীদুয়াল জিহাদ গ্রুপের (টিডব্লিউজে) সদস্য মৌলভী আব্দুস সালাম, হজরত আলী, মুজিবুর রহমান ও সাবিল ওরফে ইয়াহিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের নথিতে স্বাক্ষর করেন সেনাপ্রধান।
আসামিদের পক্ষ থেকে দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইনের কাছে প্রাণভিক্ষার আবেদন জানানো হলে তা প্রত্যাখ্যাত হয়।

গত বছরের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলায় শতাধিক শিক্ষার্থীসহ বহু সংখ্যক হতাহতের ঘটনার পর দেশটির সংসদে বেসামরিক নাগরিকদের বিচারে সেনা আদালত গঠনের অনুমোদন দিয়ে আইন পাস করা হয়। এরপর চলতি বছর সন্ত্রাসমূলক অপরাধের বিচারে গঠিত ওই আদালতের অনুমোদন দেয় দেশটির সর্বোচ্চ আদালত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.