কুবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

0

শিক্ষাঙ্গণ ডেস্ক :: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তিচ্ছুদের স্বাগত জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটেকল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ১০টায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কোটবাড়ীর টিচার্স ট্রেনিং কলেজের (বিএড কলেজ) সামনের সড়কে ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন ও নাজমুল হাসান আলিফের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

এতে উভয় গ্রুপের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা কুমিল্লা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।এ ঘটনার জন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছেন।

ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন বলেন, ‘ছাত্রলীগ করতে হলে ছাত্র হতে হবে। কিন্তু আলিফ বহিরাগতদের নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা করেছে। আমার পক্ষের দুইজন আহত হয়েছে।’

নাজমুল হাসান আলিফ বলেন, ‘আমার শান্তিপূর্ণ মিছিলে প্রতিপক্ষ গ্রুপ অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এত আমার চারজন কর্মী আহত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হক বলেন, ‘ভর্তি পরীক্ষার্থীদের স্বাগত জানাতে কোটবাড়ী সড়কে ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ অন্তত ছয়জন আহত হন। তবে ভর্তি পরীক্ষায় কোনো সমস্যা হয়নি।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.