চট্রগ্রামে খাদ্য বিভাগের নারী কর্মচারী অপহৃত

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামের পটিয়া খাদ্য দপ্তরের এক মহিলা অফিস সহকারীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। অপহৃতের নাম মুনমুন আক্তার(৩০)। সে পটিয়া খাদ্য দপ্তরের অফিস সহকারী হিসেবে কর্মরত। তার বাসা নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তার পুল এলাকায়।

মুনমুনের ভাই জামসেদ জানিয়েছেন, “বুধবার অফিস শেষে বাসায় আসার পথে নিখোঁজ হয় সে। ওই দিন রাত অটটায় ও বাসায় না ফেরায় তার মোবাইল ফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়। এরপরে তাকে অনেক খোঁজাখুজি করেও আর কোন হদিস পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার পটিয়া থানায় সাধারণ ডায়েরী করা হয়।”

“বৃহস্পতিবার মুনমুনের মোবাইল ফোন থেকে আমার মোবাইল ফোনে কল করে মুক্তিপণ হিসেবে দশলাখ টাকা চাওয়া হয়। টাকা না পেলে মুনমুনকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া অপহরণকারীরা, উল্লেখ করেন মোহাম্মদ জামসেদ।

এই ব্যাপারে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফায়েত উল্ল্যাহচৌধুরী জানান, “পটিয়া এলাকায় এই ধরনের কোন অপহরণের ঘটনার ব্যাপারে আমরা নিশ্চিত নই। তবে এ বিষয়ে থানায় একটা সাধারণ ডায়েরী করা হয়েছে।”

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.