ভারত মহাসাগরের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প

0

আন্তর্জাতিক ডেস্ক : একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। শুক্রবার আন্তর্জাতিক সময় রাত ১০টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় শনিবার ভোর সাড়ে চারটা) ভূমিকম্পটি আঘাত হানে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এই ঘটনায় বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা নেই। খবর বাসস

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, অস্ট্রেলিয়ার নগরী পার্থ থেকে প্রায় ৩ হাজার ১০০ কিলোমিটার (১৯৫০মাইল) দক্ষিণ পশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ১ হাজার কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের দক্ষিণ-পূর্ব প্রান্তে। একটি যৌথ অস্ট্রেলিয়ান সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, অস্ট্রেলিয়ায় এখন সুনামির কোনো হুমকি নেই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.