লন্ডনের টিউব রেলে জঙ্গিহানা

0

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমে প্যারিস তার পর ক্যালিফোর্নিয়া এ বার সন্ত্রাসবাদী হামলার শিকার হল ব্রিটেন। মার্কিন মুলুকের সান বার্নার্দিনোর স্বাস্থ্য কেন্দ্রে বন্দুকবাজদের হামলার চার দিনের মাথায় লন্ডন টিউব স্টেশনে ঘটল সন্ত্রাসবাদী হামলা।

পূর্ব লন্ডনের লেইটনস্টোন স্টেশনে তিন ব্যক্তিকে ছুরি মেরে জখম করে এক ব্যক্তি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। চিকিত্সকেরা জানিয়েছেন, তিন আহতের মধ্যে এক ব্যক্তির আঘাত প্রাণঘাতী না হলেও গুরুতর। বাকিদের আঘাত গুরুতর নয়।

লন্ডন পুলিশ শনিবারের ঘটনাকে জঙ্গি হামলা আখ্যা দিয়েছে। পুলিশ আধিকারিক রিচার্ড ওয়ালটন বলেন, ‘এই ঘটনার পিছনে আমরা সন্ত্রাসবাদীদের হাত দেখছি।’ পুলিশের তরফে লন্ডনবাসীকে শান্ত তবে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.