রিয়াদে ফরিদপুরের ভাঙ্গা প্রবাসী মিলনমেলা অনুষ্ঠিত

0

মোর্শেদ রানা/ ইউসুফ খাঁন সৌদীআরব :  গত বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় সৌদী আরবের রাজধানী রিয়াদের এক্সিট ৮ এর একটি অভিজাত রেস্তোরায় অনুস্ঠিত হয়ে গেল রিয়াদ প্রবাসী ভাঙ্গা থানার প্রবাসীদের আনন্দ সন্ধ্যা ও মনোজ্ঞ সা;স্কৃতিক অনুষ্ঠান।  মহতী অনুষ্ঠানে যোগদান করে বৃহত্তর ফরিদপুর প্রবাসী সহ বা;লাদেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্হানরত: রিয়াদ প্রবাসীগন। সহস্রাধিক নারী পূরুষের এ পূনর্মিলনী হয়ে উঠে উৎসবমুখর। অনেক খরার মাঝে এক পশলা বৃস্টির মত আনন্দের দোলায় উদ্ভাসিত হয়েছিল পূরো অনুস্ঠান। অনুস্ঠানটির মূল পরিচালনার দায়িত্বে ছিলেন যথাক্রমে : ভাঙ্গার কৃতি সন্তান ফারুখ হোসেন, ইমরান হোসেন, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ মুন্সী, মনসুর মুন্সী, শাহেদ বেপারী, আবুল হাসান, আবুল বাশার মাতাব্বর, এনায়েত হোসেন ও সাব্বির হোসেন।।

পবিএ কোরান তেলোয়াতের মধ্য দিয়ে অনুস্ঠানের সূচনা হয়। উক্ত অনুস্ঠানে রিয়াদস্হ বা;লাদেশ কমিউনিটি’র প্রভাবশালী নেতৃবৃন্দগন বক্তব্য রাখেন। তাদের মধ্যে অন্যতমরা হলেন যথাক্রমে : বা;লাদেশ কমিউনিটির স্বনামধন্য ব্যক্তিগন যারা শুভেচ্ছা বক্তব্য রেখে তাদের পাশে থাকবার অঙ্গীকার প্রদান করেন, তারা হলেন, বৃহত্তর বরিশাল বিভাগীয় সমিতির সাধারন সম্পাদক এম,এ,সালাম, বা;লাদেশ কমিউনিটি নেতা এম,আর,মাহাবুব, এম,এ,জলিল, বাপ্রসাস সৌদীআরবের সাধারন সম্পাদক ও আজকের সূর্যোদয়ের ব্যূরোচীফ, সা;বাদিক ইউসুফ খাঁন, বৃহত্তর ফরিদপুর বিভাগীয় সমিতির সাবেক সভাপতি সৈয়দ আনিসুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব, অধ্যাপক আ,ক,ম,রফিকুল ইসলাম, ইন্জিনিয়ার আফসারুল আলম, মিজানুর রহমান কমল, জ্যাব সভাপতি সা;বাদিক ফারুখ আহমেদ চাঁন, দ্যা ডেইলী আরব নিউজ সা;বাদিক ইকবাল হোসেন প্রমুখ।  অতিথি সারিতে উপস্হিত ছিলেন, গাজী সাঈদ, আব্দুল গফুর, এসকান্দর খাঁন, শাহরিয়ার মাহবুব, সা;বাদিক হাবিবুর রহমান ভূঁইয়া, সা;বাদিক লিটন তালুকদার, সা;বাদিক কৌশিক, সা;বাদিক মাহমুদুর রহমান আলতা, সা;বাদিক দেওয়ান মো: ইউসুফ, সা;বাদিক ইউসুফ শিহাব সহ শতাধিক কমিউনিটি নেতৃবৃন্দ। প্রথম অধিবেশন শেষ হবার পর দ্বিতীয় অধিবেশন মনোজ্ঞ সা;স্কৃতিক অনুস্ঠান পরিচালনা করে রঙধনু সামাজিক সা;স্কৃতিক শিল্পী গোস্ঠি। রঙধনু’র সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন, বকুল, মডেল কন্যা কাঁকন বকুল, বা;লাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী অমল দাশ, ব্যান্ড শিল্পী জাহাঙ্গীর জাদু, শিশু শিল্পী সুমাইয়া সহ অারো অনেকে।। জমকালো এ আনন্দ সন্ধ্যায় তপ্ত মরুর দেশে প্রান ফিরে পায় মরু প্রবাসীরা। উল্লেখ্য যে, উক্ত অনুস্ঠান থেকে ভাঙ্গা থানা প্রবাসী কমিটি গঠনে স্বিদ্ধান্ত গ্রহন করা হয় এব; ভাঙ্গা প্রবাসী সহ সকল বাঙ্গালীদের বিপদে সার্বিক সহযোগীতার পূর্ন আশ্বাস প্রদান করা হয়।।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.