বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রচারণা শুরু

0

কল্যাণ বড়ুয়া মুক্তা, বাঁশখালী  :  বাঁশখালী পৌরসভা নির্বাচনে গতকাল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। এতে ১ কাউন্সিলর প্রার্থী যথাযথ তথ্য ও স্বাক্ষর না করায় মনোনয়ন বাতিল হলেও মেয়র পদে ৩ জন সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শামসুজ্জামান ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুল ইসলাম প্রার্থীদের যাচাই-বাছাইকালে বার বার নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সতর্ক করে দেন। আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী পৌরসভা আওয়ালীগের আহবায়ক মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি নেতা, পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোছাইনী, জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী হলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট টিকাদার ইব্রাহিম আল হোছাইন।

অপরদিকে চূড়ান্ত সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১নং ওয়ার্ডে সারবান তাহেরা ফেরদৌসী, ফাতেমা বেগম, রুজিনা আক্তার, হামিদা বেগম, সাবরিনা সুলতানা চৌধুরী, ২নং ওয়ার্ডে নিলুফা আক্তার, রোজিনা সুলতানা, ঝর্ণা সুশীল, ৩নং ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি, তছলিমা বেগম, নারগিস আক্তার, সাধারণ আসনে ১নং ওয়ার্ডে আবদুর রহমান, নজরুল ইসলাম, মোঃ আবদুল হাকিম, ২নং ওয়ার্ডে মিলন বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, হারুনুর রশিদ, উত্তম কুমার বড়ুয়া, ৩নং ওয়ার্ডে মানিকুল আলম, আবদুল অদুদ লেদু, আনছুর আলী, ফিরোজ শাহী, জমশেদ আলম, এইচএম মিজানুর রহমান, মৌলভী ছাবের আহমদ, আনিছুর রহমান, ৪নং ওয়ার্ডে মোঃ শামশুল ইসলাম হেলাল, নুরুল আবছার, ছৈয়দ আহমদ, মোঃ আজগর হোসেন, ৫নং ওয়ার্ডে নজরুল কবির, রেজাউল করিম কালু, মোঃ ইছহাক, মোঃ আলীমুল্লাহ, ৬নং ওয়ার্ডে দিলীপ চক্রবর্ত্তী, আক্তার হোসেন, সুদেব চন্দ্র সুশীল, পুলিন শীল, ৭নং ওয়ার্ডে মোঃ হারুন, মোঃ কিবরিয়া আজম, ৮নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ, ব্যোমপতি দাশ, বাবলা কুমার দাশ, বিকাশ চন্দ্র দেব, ৯নং ওয়ার্ডে মোঃ জসিম উদ্দিন, বদিউল আলম, দেলোয়ার হোসেন, বিপন কান্তি বড়ুয়া, মোঃ জাকের হোসেন এর প্রার্থীতা চূড়ান্ত হয়।
বাঁশখালী পৌরসভায় নির্বাচনে এবার ১১টি ভোট কেন্দ্রে ১২ হাজার ১শ ৪৭ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ৬শ ৪৬ জন মহিলা ভোটার ভোট প্রদান করছেন। বাঁশখালী পৌরসভার ১১টি ভোট কেন্দ্রের মধ্যে জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি বুথে ২ হাজার ৭শ ২০ জন, জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বুথে ১ হাজার ২শ ৬৯ জন , উত্তর জলদী হলস্যা পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বুথে ১ হাজার ৩৪ জন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি বুথে ২ হাজার ৭শ ৩৬ জন, পূর্ব জলদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি বুথে ২ হাজার ৩শ ২৯ জন, রুহুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি বুথে ২ হাজার ৬শ ৫৮ জন, উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি বুথে ২ হাজার ৪শ ৭৮ জন, দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮টি বুথে ২ হাজার ৯শ ৪৯ জন, দক্ষিণ জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টি বুথে ৩ হাজার ৪৪ জন, রংগিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৪টি বুথে ১ হাজার ২শ ২০ জন, দোসারী পাড়া ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ৪টি বুথে ১ হাজার ৩শ ৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, বাঁশখালীর প্রাণকেন্দ্র জলদী ইউনিয়নকে ২০০২ সালের ডিসেম্বরে পৌরসভায় উন্নীত করা হয়।

পরবর্তীতে ২০০৩ সালের ১৫ই জানুয়ারী প্রথম পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী। পরবর্তীতে ২০০৪ সালের ৫ মে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রথম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী। পরবর্তীতে ২০১১ সালের ১৮ ই জানুয়ারী নির্বাচনে পৌর চেয়ারম্যান হিসেবে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগের সমর্থন নিয়ে বর্তমান মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী। প্রার্থীতা বাছাই ও চূড়ান্ত হওয়ার পর অভিমত ব্যক্ত করতে গিয়ে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী বলেন, বর্তমান নির্বাচনে অনেক বিধি নিষেধ রয়েছে।

তাই এই নিয়ম-নীতি মেনে ঘরোয়া পরিবেশে সমর্থকদের সাথে নির্বাচনী মতবিনিময় চালিয়ে যাব। অপরদিকে বিএনপির সমর্থিত প্রার্থী সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী বলেন, এখনতো আগের প্রচার-প্রচারণার কোন সুযোগ নেই। যতদিন পর্যন্ত সুনির্দিষ্ট প্রতীক বরাদ্দ পাওয়া যাবে না ততদিন পর্যন্ত ঘরোয়া পরিবেশেই কার্যক্রম চালিয়ে যেতে হবে। জাতীয় পার্টির মেয়র প্রার্থী ও বিশিষ্ট টিকাদার ইব্রাহিম আল হোছাইন বলেন, দলীয় প্রধানের সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছি। জনগণ অবশ্যই আমাদের নিরাশ করবে না। কারণ বিগত দিনে বাঁশখালীর অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জাতীয় পার্টির ভূমিকা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.