হাশিম আমলার অন্যরকম রেকর্ড

0

স্পোর্টস ডেস্ক :: স্বাগতিক ভারত ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার দিল্লিতে চলমান চতুর্থ ও শেষ টেস্টে ব্যতিক্রমী এক রেকর্ড গড়েছেন সফরকারীদের অধিনায়ক হাশিম আমলা। গতকাল রবিবার টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে একটি সিঙ্গেল ডিজিটের রান সংগ্রহ করতে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়েন আমলা।

ব্যক্তিগত ৬ রান সংগ্রহ করতে ১১৩ বল খেলতে হয় তাকে। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন অস্ট্রেলিয়ার কার্ল র‌্যাকেম্যান। ব্যক্তিগত ৯ রানের জন্য ১০২ রান খেলেছিলেন তিনি। গতকাল ম্যাচের চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির আগে ওপেনার ডিন এলগার আউট হয়ে ফিরে গেলে ক্রিজে আসেন আমলা।

মাঠে নেমেই রক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাট করছিলেন আমলা। প্রোটিয়াদের অধিনায়ক আমলা নিজের রানের খাতা খুলতেই ৪০টি বল খেলেন। অবশ্য চতুর্থ দিনের খেলা শেষে ২০৭ বলে ২৩ রানে অপরাজিত আছেন তিনি। এবি ডি ভিলিয়ার্স ১১ রান ও আমলা ২৩ রান নিয়ে আজ পঞ্চম দিনের খেলা শুরু করবেন। দিল্লি টেস্ট জয়ের জন্য সফরকারীদের দরকার আরো ৪০৯ রান। হাতে আছে ৮টি উইকেট। তবে এই ম্যাচ জেতা তাদের জন্য অসম্ভব। তাই ম্যাচটি ড্র করা-ই হয়তো প্রোটিয়াদের মূল উদ্দেশ্যে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.