লিবিয়ায় বিমান হামলায় আইএস নেতা নিহত

0

আন্তর্জাতিক ডেস্ক :: লিবিয়ায় বিমান হামলা চালিয়ে আইএসের (ইসলামিক স্টেট) এক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের (মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়) পক্ষ থেকে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আলজাজিরার।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, লিবিয়ায় চালানো মার্কিন বিমান হামলায় আইএস নেতা আবু নাবিল নিহত হয়েছেন। ১৩ নভেম্বর দের্না শহরের একটি স্থাপনায় এফ-১৫ যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, ‘নাবিলের মৃত্যু লিবিয়ায় আইএসের শক্তি অনেকটাই খর্ব করবে। নতুন যোদ্ধা নিয়োগ, ঘাঁটি নির্মাণ ও যুক্তরাষ্ট্রের স্বার্থের ওপর হামলার পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।’

একই বিবৃতিতে সোমালিয়ায় আল-শাবারের এক জ্যেষ্ঠ নেতার নিহতের কথাও জানানো হয়েছে। গত ২ ডিসেম্বর বিমান হামলায় আব্দিরহমান সান্ধ্রে (উকাশ) নিহত হন বলে উল্লেখ করেছে পেন্টাগন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.