সীতাকুণ্ডে ২ ভারতীয়কে ছুরিকাঘাত

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড :: ভারত থেকে আসা তীর্থস্থান দর্শনকারীদের একটি দল চট্টগ্রামের বিভিন্ন মন্দির ঘুরে ঢাকা যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের কবলে পড়ে।

এসময় ডাকাতদের ছুরিকাঘাতে দুই ভারতীয় তীর্থযাত্রী আহত হন। আহতরা হলেন- মুলচান্দ (৬৫)  ও বুপেন্দর সিং (৬৮)।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সীতাকুন্ড  নুনাছড়া এলাকায়  এ  ঘটনা ঘটে।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. ইফতেখার হাসান জানান, ভারত থেকে চারটি মাইক্রোবাসে করে ৩২ জন শিখ ধর্মাবলম্বী  চট্টগ্রামে বিভিন্ন তীর্থস্থান দেখতে আসেন। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে একটি মাইক্রোবাসের বাম্পার ভেঙ্গে পড়ে ।পরে রাস্তায় মেরামতের জন্য গাড়িটি থামলে পাশের ঝোপ থেকে সাত -আট জনের মুখোশধারী ডাকাতদল তাদের উপর আক্রমণ করে। এসময় ডাকাতরা  তীর্থ দলের দুইজনকে ছুরিকাঘাত করে এবং তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় ।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হন বলে জানান ওসি ইফতেখার। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.