সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান

0

কামরুল ইসলাম দুলু : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সীতাকুণ্ডের কয়েকটি হোটেল রেস্তোরায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং খাবারে অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে ৫টি হোটেল রোস্তোরা মালিকের কাছ থেকে ৩৩ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে পৌরসদর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুব আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে,২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় সীতাকুণ্ড পৌরসদর বাজারের ৫ টি হোটেল রেস্তোরায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী এবং খাবারে অতিরিক্ত দাম নেওয়ার অপরাধে আলামিন চাইনিজ রেস্তোরা মালিককে ১০ হাজার, আপন চাইনিজ রেস্তোরা মালিককে ১০ হাজার,কনিকা সুইটস মালিককে ৫ হাজার,ইসলামিয়া হোটেল মালিককে ৫ হাজার ও বিসমিল্লাহ হোটেল মালিকের কাছ থেকে ৩ হাজার ৫’শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফয়েজ উল্ল্যাহ,সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস,এস আই জয়নাল,নাজির মো. আলীসহ পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুব আলম বলেন,“হোটেল রেস্তোরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ে জরিমানা আদায় করা হয়েছে। খাদ্য পণ্যের উপর পরিচালিত অভিযান অব্যাহত থাকবে।”

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.