ভারতীয় তীর্থযাত্রীদের ওপর হামলার ঘটনায় আটক ৫

0

চট্রগ্রাম অফিস :: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারতীয় তীর্থযাত্রীদের ওপর হামলা ও লুটপাটের অভিযোগে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনভর সীতাকুণ্ড সদর ও টেরিয়াল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার সাব-ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতাররা হলেন- সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর নূরুদ্দিন মোহাম্মদ নূরু (৩২), টেরিয়াল এলাকার ইলিয়াছের ছেলে আকতারুজ্জামান বাবলু (১৯), জাফর ইকবালের ছেলে ইমরুল ইসলাম সাজু এবং মাহবুবের ছেলে মোশারফ হোসেন সাজু। তবে একজনের নাম জানাতে পারেননি তিনি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, ভারতীয় নাগরিকদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। বাকি আসামিদের গ্রেফতার করা হবে।

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী জানান, ভারতীয় তীর্থযাত্রীদের মালামাল লুট এবং তাদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় বিকেলে আমাদের দলের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। তার নাম নূরুদ্দিন মোহাম্মদ নূরু। তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত কি-না তা আমার জানা নেই।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মকিবুল হোসেন জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে মহাসড়কের সীতাকুণ্ড পন্থিছিলা নামক স্থানে ভারতীয় তীর্থযাত্রীদের মাইক্রোবাস থামিয়ে হামলা চালানো হয়। তাদের টাকা, মোবাইল, ভারতীয় রুপি ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ছুরিকাঘাত করে আহত করা হয় অমর জিৎ সিং (৬৫) ও মহেন্দ্র সিংকে (৩৫)। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনায় গাড়িচালক অসীম কুমার মালাকার বাদী হয়ে অজ্ঞাত ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে তিনি বিদেশী দুই নাগরিককে আহত এবং তাদের কাছ থেকে ভারতীয় রুপিসহ টাকা ও মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.