আইএস বিরুদ্ধে হুমকি বারাক ওবামার

0

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়াভিত্তিক সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতাদের নিঃশেষ করার ফের কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গত সোমবার (১৪ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে (পেন্টাগন) এক সভা শেষে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তার সঙ্গে আলাপকালে আইএসকে তিনি এই হুমকি দেন।

ওবামা বলেন, আমরা আইএসের বিরুদ্ধে অনবরত কঠিন থেকে কঠিনতর আক্রমণ চালিয়ে যাচ্ছি।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনার আইএস প্রভাবিত করেছে বলেও দাবি করেন তিনি।

মার্কিন নেতৃত্বাধীন যৌথ অভিযানে আইএসের একের পর এক নেতাকে শেষ করে দেওয়া হচ্ছে উল্লেখ করে ওবামা বলেন, আইএস নেতারা আর লুকিয়ে থাকতে পারবে না। আমাদের ম্যাসেজ খুবই সহজ, তারাই হবে আমাদের পরবর্তী শিকার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.