পৌর নির্বাচনে অপ্রতিরোধ্য মন্ত্রি-এমপিরা

0

জুবায়ের সিদ্দিকী :  পৌরসভা নির্বাচনের ভোটের সময় ঘনিয়ে আসার সাথে সাথে সমান তালে বাড়ছে নিয়ম ভাঙ্গার ঘটনা। আচরণবিধি প্রতিপালনের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা কোন কাজে আসছেনা। মাঠে চষে বেড়াছেন ম্যজিষ্টেটরা।

প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম ভাঙ্গার বিষয়টি কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ক্ষমতাসীন দলের এমপি এবং মন্ত্রিরা। শোকজ, তিরস্কার, মন্ত্রি পরিষদ বিভাগ ও জাতীয় সংসদে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা কোন কিছুই আটকাতে পারছেনা তাদের। বরং আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যেন বাড়ছে।

৯ এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পড়েছে কমিশনে। এব্যপারে প্রধানমন্ত্রির দফতরেও অভিযোগ দিয়েছেন ইসি। পৌর নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রধানমন্ত্রি, স্পীকার, মন্ত্রি, চিফ হুইপ, ডেপুটি স্পীকার, বিরোধীদলীয় নেতা, উপমন্ত্রি বা তাদের সমমর্যদায় কোন সরকারী সুবিধাভোগী ব্যক্তি, এমপি ও সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.