জঙ্গি অর্থায়ন: জামিনে মুক্তি পেলেন দুই আইনজীবী

0

চট্রগ্রাম অফিস :: কারাগার থেকে মুক্ত হয়েছেন জঙ্গি অর্থায়নে অভিযুক্ত হাইকোর্টের দুই আইনজীবি। মঙ্গলবার সকাল দশটায় চট্টগ্রাম কারাগার থেকে বের হয়ে আসেন এই দুই আইনজীবি।

মুক্ত হওয়া আইনজীবিরা হচ্ছেন এডভোকেট হাসানুজ্জামান লিটন ও মাহফুজুর রহমান বাপন। মুক্ত হওয়ার সময় এই দুইজনের নিকটাত্মীয়রা জেল গেইটে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম কারাগারের কর্তৃপক্ষ বলেছে, “দুই আইনজীবির জামিনের কাগজপত্র কারাগারে আসার পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।”
সোমবার এ সংক্রান্ত হাটহাজারী থানায় দায়ের হওয়া মামলায় এবং বাঁশখালীতে দায়ের হওয়া অপর মামলায় রবিবার তাদের জামিন মঞ্জুর করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম (অবকাশকালীন)।

তাদের আইনজীবী এডভোকেট আব্দুস সাত্তার জানান, সোমবার হাটহাজারীর মামলা এবং রোববার বাঁশখালীর মামলায় তাদের জামিন চাইলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। তবে তাদের সাথে আটক ব্যারিস্টর শাকিলা ফারজানার জামিন এদিন চাওয়া হয়নি বলে জানান এই আইনজীবী ।

জঙ্গি সংগঠন শহীদ হামজা বিগ্রেডকে অর্থায়নের অভিযোগে চলতি বছরের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে লিটন ও বাপনের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকেও (৩৯) গ্রেপ্তার করেছিল র‌্যাব।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.