স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা

0

সিটিনিউজবিডি:: বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান খালেদা জিয়া। পরে জোটের খেতাবধারী মুক্তিযোদ্ধাসহ রণাঙ্গনের বীর সেনানীদের নিয়ে, পরে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় চেয়ারপারসনের সঙ্গে ছিলেন-দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল কাইয়ুম, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে গুলশানের বাসা থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপাসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরও সকালেই খালেদা জিয়ার স্মৃতিসৌধে যাওয়ার কথা ছিলো। কিন্তু চেয়ারপারসনের গুলশানের বাসভবনের সামনে আজ ভোর থেকেই পুলিশ অবস্থান নেয়। যে কারণে স্মৃতিসৌধে পৌঁছাতে ম্যাডামের দেরি হয়েছে।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে খালেদা জিয়া রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্স জিয়াউর রহমানের সমাধিতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাবেন।

এছাড়া বিকালে বিএনপির বিজয় র‌্যালির কর্মসূচি রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.