বার্সার প্রতিপক্ষ আজ স্কলারি

0

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপ নয়, তবে এও এক ফিফা বিশ্বকাপ! দুই শব্দের মাঝে বাড়তি যোগ শুধু ‘ক্লাব’ নামটা। মহাদেশীয় চ্যাম্পিয়ন ক্লাবগুলোকে নিয়ে প্রতিবছরই আসর বসে ক্লাব বিশ্বকাপের। জাপানে আয়োজিত এবারের আসরে আজ সেমিফাইনাল খেলতে নামছে ইউরোপের বর্তমান শিরোপাজয়ী বার্সেলোনা। প্রতিপক্ষ এশিয়ার চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্রান্ড, যে দলটায় খেলেন ব্রাজিলের রবিনহো আর কোচিং করান বিশ্বকাপজয়ী কোচ লুই ফেলিপ্পে স্কলারি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।

বার্সা এবার ক্লাব বিশ্বকাপ খেলছে চতুর্থবারের মতো। এর মধ্যে ২০০৯ ও ২০১১ সালে ট্রফি জিতেছে লিওনেল মেসির দল। চলতি ক্যালেন্ডার বর্ষে এরই মধ্যে চারটি শিরোপা জেতা হয়ে গেছে কাতালান দলটির। সেমির পর ২০ ডিসেম্বর ইয়োকোহামায় শিরোপা জিতলে ২০১৫ সালে হয়ে যাবে ‘পেন্টা’ শিরোপা। চ্যাম্পিয়ন্স লীগ, লা লীগা, কোপা দেল রে, উয়েফা সুপার কাপের পর বার্সার সামনে ছিল ২০০৯ সালের মতো আরেকটি ‘হেক্সা’ জয়ের হাতছানি। তবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হেরে যাওয়ায় আপাতত ‘পেন্টা’ই বার্সার আসল লক্ষ্য। সেমি জিতে গেলে ফাইনালে বার্সার প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভার প্লেট।

আর্জেন্টিনার এ ক্লাবটিতেই বেড়ে উঠছেন মাশ্চেরানো। তবে অগ্রিম ভাবনার চেয়ে সেমিতেই আপাতত মনোযোগ দিতে চায় বার্সা। কোচ লুইস এনরিকে তাই লা লীগা আর চ্যাম্পিয়ন্স লীগে খেলা সর্বশেষ তিন ম্যাচের ফলাফল প্রসঙ্গ টেনে আনলেন, ‘গত তিনটি ম্যাচ আমরা খেলা শেষ করেছি ড্র নিয়ে। আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। ফাইনালের চিন্তা পরে।’

২০০০ সালে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ এবার নিয়ে মাঠে গড়াচ্ছে ১২ বার। এর মধ্যে সাতবারই শিরোপা জিতেছে ইউরোপের ক্লাব। তবে ২০০৫ সালে ইংল্যান্ডের লিভারপুল হেরে গিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর কাছে, ঠিক পরের বছর বার্সেলোনা হেরেছিল ব্রাজিলের আরেক ক্লাব ইন্টারন্যাশিওনালের কাছে। ‘পা কেটে যাওয়া’র ইতিহাস যেহেতু আছেই, এনরিকেও তাই সাবধানী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.