চন্দনাইশে পৌর-নির্বাচনী প্রচারণায় আয়ুবের পক্ষে বিএনপি নেতারা

0

চন্দনাইশ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রাক্তন মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন বলেছেন, ‘ছাতা’ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী আয়ুব কুতুবীকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে দলীয় চেয়ারপার্সন চন্দনাইশে প্রার্থী দিয়েছেন। সারা চট্টগ্রামের মানুষ চন্দনাইশের দিকে তাকিয়ে আছে। কর্ণেল অলির ইমেজকে ধরে রেখে ২০ দলীয় জোটের প্রার্থীকে জয়যুক্ত করুন। আয়ুব কুতুবীর সমর্থনে আজকের পথসভা ও গণসংযোগে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতিতে জন সমাবেশে পরিণত হয়েছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে নেতা-কর্মীরা ভোটের ফলাফল না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন বলেছেন, ২০ দলীয় জোটের প্রার্থী মো. আয়ুব কুতুবীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী হিসেবে সকল নেতা-কর্মীকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান। বিএনপি’র প্রার্থী হিসেবে দুই দু’বার নির্বাচিত মেয়র মো. আয়ুব কুতুবীকে পুনরায় তৃতীয় বারের মত বিপুল ভোটে মেয়র নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেয়ার নেতা-কর্মীদের অনুরোধ জানান।

সে সাথে ছাত্রদল, যুবদলকে অতন্দ্র প্রহরী হিসেবে মাঠে থেকে নির্বাচন পরিচালনায় প্রার্থীকে সহযোগিতা করার পাশাপাশি প্রার্থীকে জয়ী করার কার্যক্রমে অংশগ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন। যে সকল নেতা-কর্মী এখনো পর্যন্ত নির্বাচন প্রচারনায় মো. আয়ুবের সমর্থনে আসেনি, তারা অতিসত্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করার অনুরোধ জানান। গুম, হত্যা, মিথ্যা মামলা-হামলার জবাব দেয়ার জন্য এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ২০ দলীয় জোট। তাই নির্বাচনে আয়ুবকে জয়ী করা ২০ দলয়ী জোটের নৈতিক দায়িত্ব।

গতকাল ২০ ডিসেম্বর সকালে আসন্ন চন্দনাইশ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটপ্রার্থী আলহাজ্ব মো. আয়ুব কুতুবীর সমর্থনে গণসংযোগ ও পৃথক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রাক্তন মন্ত্রী মীর মো. নাছির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন। মেয়র প্রার্থী আলহাজ্ব আয়ুব কুতুবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, আবু তাহের চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উল্লাহ বাহার, পৌর এলডিপির যুগ্ম সম্পাদক এম আইনুল কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা ইউনুছ বাবুল, রবিউল হোসেন জসিম, আকতার হোসেন, যুবদল নেতা মোরশেদুল আলম, ছাত্রদল নেতা আজম খান, আরিফুল ইসলাম মারুফ, রবিউল হোসেন ছোটন, তরিকুল ইসলাম টুটুল, সেলিম, তসলিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.