মোবাইল কোর্ট দেখে পালাল যৌনওষুধ বিক্রেতারা

0

চট্রগ্রাম অফিস:: ভেজাল-নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধের পসরা সাজিয়ে রমরমা ব্যবসা করে আসছিল ফুটপাতের বিক্রেতারা । সোমবার দুপুরে যখনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন দলবল নিয়ে হানা দিলেন তখনি ওষুধপথ্য ফেলে পালিয়ে গেলে বিক্রেতারা।

চট্রগ্রাম মহানগরীর কেসি দে সড়কের কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছে।

ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, অভিযোগ রয়েছে একশ্রেণির প্রতারক যৌন উত্তেজক ওষুধের নামে সাধারণ মানুষকে বোকা বানিয়ে রমরমা ব্যবসা করছে। এসব ওষুধের বেশির ভাগই নকল, অবৈধ, অননুমোদিত এবং স্বাস্থ্যহানিকর। সবচেয়ে বড় কথা নিজেরাই ওষুধ বানিয়ে মোড়কজাত করছে, যা জনস্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি জানান, অভিযানের খবর পেয়ে ফুটপাতের ওষুধ বিক্রেতার পড়িমরি করে দৌড়ে পালালেও ওষুধপথ্যগুলো জব্দ করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.