বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

0

সিটিনিউজবিডি:: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়ন সূত্র জানায়, কাঁটাতারের বেড়া কেটে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশি গরু ব্যবসায়ী শ্রী হেমন্ত (৩২) বিএসএফের গুলিতে নিহত হয়।

মঙ্গলবার ভোর ৪টায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আখতার ইকবাল এ খবর নিশ্চিত করে বলেন, ভোর ৪টায় সীমান্তের ৩৫১নং পিলারের কাছে গরু চোরাচালানকারী হেমন্ত কাঁটাতারের বেড়া কেটে সীমান্তে ঢোকার চেষ্টা করলে বিএসএফের ভারতের উত্তর দিনাজপুর জেলার বড়গাঁও ক্যাম্পের এডহক টহল দল টের পেয়ে ৩ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে আমরা বিএসএফ সূত্রে জানতে পেরেছি।

তিনি জানান, পতাকা বৈঠক ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য তিনি বশালগাঁও সীমান্ত অতিক্রম করেছেন। সব ধরনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ করে লাশ ফেরত পেতে বুধবার পর্যন্ত সময় লাগতে পারে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.