খালেদাকে ক্ষমা চাইতে বললেন সুরঞ্জিত

0

সিটিনিউজবিডি :: মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।একই সঙ্গে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিতে না পারে সেজন্য একটি আইন করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এতোদিন পর খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন-তা বুঝে শুনে ও সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই দিয়েছেন। এটা পাকিস্তানের বক্তব্যেরই প্রতিধ্বনি।’

‍তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বিষয়টি যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তখন শহীদদের সংখ্যাতত্ত্ব নিয়ে এলেন খালেদা জিয়া। তার এ বক্তব্যের পক্ষে কী যুক্তি প্রমাণ আছে তা তুলে ধরতে হবে। না হয় বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

‘ওই বক্তব্যকে পূর্বপরিকল্পিত’ উল্লেখ করে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার ওই বক্তব্য অত্যন্ত পূর্বপরিকল্পিত ও রাজনীতি দুরভিসন্ধিমূলক। এ ধরনের বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে বিস্ফোরণ ঘটবে।’

‘সরকারকে বলবো-মুক্তিযুদ্ধ নিয়ে যাতে কেউ এ ধরনের বক্তব্য দিতে না পারে সেজন্য উচিৎ হবে এ ব্যাপারে একটি আইন প্রণয়ন করা।’ যোগ করেন পোড় খাওয়া এ রাজনীতিক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.