বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে হতাহত ২, বিপুল ইয়াবা উদ্ধার

0

জসিম উদ্দিন টিপু, টেকনাফ:: টেকনাফে ইয়াবা ব্যবসায়ী-বিজিবির বন্দুক যুদ্ধে ১মাদক ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন। ২জনই মিয়ানমারের নাগরিক বলে বিজিবি সুত্র জানিয়েছে।

২৪ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে।

বিজিবি সুত্র জানায়, বড় ১টি ইয়াবা চালান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার শামসুর নেতৃত্বে ৩নং স্লুইচ গেইট এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়। মধ্য রাতে মাদক পাচারকারীরা এলজি এবং কিরিছ নিয়ে বিজিবি টহলকে চ্যালেঞ্জ করে। পরে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা পিছু হটে।

ঘটনাস্থল থেকে বিজিবি ৯০লক্ষ টাকা মূল্যের ৩০হাজার পিচ ইয়াবা সহ আহত ২মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে। আহতদের টেকনাফ সদর হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা হাসপাতালে রেফার করে। সেখানকার ডাক্তার ১জনের মৃত্যু ঘোষণা করেন। ৪২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা-অস্ত্র-বিজিবির উপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
…………..জেএম/সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.