মিরপুরে আটক জঙ্গিদের বিরুদ্ধে মামলা

0

ঢাকা অফিস : বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিন জেএমবি সদস্যসহ কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানিয়েছে, ডিবির পরিদর্শক মো. শফিউদ্দিন শুক্রবার দুপুরে শাহ আলী থানায় এই মামলা দায়ের করেন। ওই দিন অভিযানে আটক তিন জেএমবি সদস্য ছাড়াও অজ্ঞাতপরিচয় সাতজনকে মামলায় আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত মিরপুর-১এর ৯ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। ভবন থেকে সাতজনকে আটক করে ।

এর আগে বুধবার একজনকে আটক করা হয়, যার কাছ থেকে তথ্য নিয়ে এই অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে হাতে তৈরি ১৬টি গ্রেনেড (আইইডি-ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস), দুটি ককটেল, বোমা বা গ্রেনেড রাখার একটি বিশেষ জ্যাকেট ও গ্রেনেড তৈরির প্রচুর উপকরণ উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.