ফেসবুকে পোস্ট, তোপের মুখে সাব্বির

0

স্পোর্টস ডেস্ক :: নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বড়দিন ও ঈদ-ই-মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়ে উগ্রপন্থী ফ্যানদের অসহিষ্ণুতার মুখে পড়েছেন জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান সাব্বির রহমান। শুক্রবার তিনি পোস্টটি দেওয়ার পর থেকেই একের পর এক অশালীন ভাষায় মন্তব্য করে বেশকিছু অসহিষ্ণু ফান। নিজের ছবিসহ ঈদ-ই-মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে দেওয়া অপর একটি পোস্টেও চলে তাদের অশালীন মন্তব্য। পরে বাধ্য হয়ে তিনি আরেকটি পোস্ট দেন।

তিনি লেখেন, ‘ধর্মীয় অসহিষ্ণুতা মূলক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এটা আমার fan page, আমার fan-দের জন্য। আপনার যদি ভাল না লাগে আপনি অন্য কোথাও যেতে পারেন, আমি তো আপনাদের আমার fan page-এ জোর করে নিয়ে আসিনি। এরপরও যদি এ ধরনের আজেবাজে মন্তব্য করেন তবে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব। Md Shabbir Rahaman roman…।’

এর আগে তার বড়দিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া পোস্টে মো. ফেরদৌস প্রিন্স কমেন্টসে লেখেন, ‘হায়রে এক মুসলমান আরেক মুসলমানকে বড়দিনের শুভেচ্ছা দিয়া বড়দিনটাকে মেনে নিল। যে বড়দিনের মূল চেতনাটা ইসলামের সাথে মিলে না। আল্লাহ তুমি এদের রাস্তা দেখাও।’
কে এইচ অর্ণব লেখেন, ‘ভাই আপনি ছেলে হলে যেমন নিজেকে মেয়ে দাবি করতে পারবেন না। ঠিক তেমনি দুইটাই একসাথে পালন করতে পারেন না।’

রবিউল ইসলাম পলাশ লেখেন, ‘হারামজাদা, আজকে যে মুসলমানদের ঈদ-ই-মিলাদুন্নবী এইটা তোর মনে নাই, খ্রিস্টানদের কথা তো ভালই মনে থাকে। নাস্তিকের বাচ্চা।’

তবে অনেক ফ্যান এ সব অহিষ্ণুতার বিপক্ষে অবস্থান নেন। তারা এর তীব্র প্রতিবাদ জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.