বিশ্ব ইজতেমায় বিআরটিসির স্পেশাল বাস

0

সিটিনিউজবিডি :: আসন্ন বিশ্ব ইজতেমায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ২২৮টি বাস দিয়ে ১৪ দিন স্পেশাল সার্ভিস দিবে। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লীদের যাতায়াত সুবিধার কথা চিন্তা করে সরকারি এ পরিবহন প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

২০১৬ সালের ৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ইজতেমা সার্ভিসে বিআরটিসির বাসগুলো নিয়োজিত থাকবে। ৮-১০ জানুয়ারি এবং ১৫-১৭ জানুয়ারি দুই পর্বে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, এয়ারপোর্ট থেকে ইজতেমাস্থল ৩টি (বিদেশি মুসল্লিদের জন্য রিজার্ভ থাকবে), আব্দুল্লাহপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ২৯টি, শিববাড়ি-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১৩টি, টঙ্গী-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ১৭টি, গাজীপুর (চৌরাস্তা)-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ৬টি, গাবতলী-গাজীপুর ভায়া ইজতেমাস্থল ৫টি, গাবতলী-মহাখালী ভায়া ইজতেমাস্থল ৩৫টি, গাজীপুর-মতিঝিল ভায়া ইজতেমাস্থল ২৫টি, মতিঝিল-বাইপাইল ভায়া ইজতেমাস্থল ২০টি, ঢাকা-নারায়ণগঞ্জ ২০টি, চিটাগাং রোড-সাভার ২০টি, ঢাকা-নরসিংদী ২০টি ও ঢাকা-কুমিল্লা ১৫টিসহ মোট ২২৮টি বাস উল্লিখিত জায়গাগুলো থেকে পরিচালিত হবে।

জানানো হয়েছে, বিআরটিসির ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করার জন্য বিআরটিসির প্রধান কার্যালয়ের নিরাপত্তা অফিসে একটি কন্ট্রোলরুম (ফোন নম্বর-৯৫৬৪৩৬১) থাকবে। এর সার্বিক দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত প্রধান নিরাপত্তা কর্মকর্তা এ টি এম আব্দুল লতিফ। তার মোবাইল নম্বর ০১৭১১৪২৭৮৮৫। এ ছাড়া জোয়ারসাহারা বাস ডিপোতে একটি কন্ট্রোলরুম চালু থাকবে। কন্ট্রোলরুমের দায়িত্বে নিয়োজিত থাকবেন জোয়ারসাহারা বাস ডিপোর ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী নাসিরুল হক (ফোন নম্বর ৮৯০০৬৫৫, মোবাইল নম্বর-০১৭১১৩০২১২৪, ০১৭১১০২৬৩৫৬)।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.