আটক ৩ জঙ্গির ছাত্রত্ব বাতিল করল চবি

0

চবি প্রতিনিধি :: জঙ্গি সংগঠনের সাথে জড়িত সন্দেহে আটক তিন শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

ছাত্রত্ব বাতিল হওয়া তিন শিক্ষার্থী হলেন নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও মো. শওকত রাসেল। এরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী।

প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, উপাচার্যের বিশেষ ক্ষমতা বলে জঙ্গি সন্দেহে আটক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের মাষ্টার্সের তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।news_img

গত শনিবার ২৬ ডিসেম্বর রাতে চট্টগামের কাজীর দেউড়ি এলাকা থেকে নাঈমুর রহমান, নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদ ও কসমোপলিটন এলাকা থেকে মো. শওকত রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

এরপর, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর আমানবাজারে জেএমবি’র একটি জঙ্গি আস্তাানায় অভিযান চালিয়ে একটি এমকে-১১ স্নাইপার রাফেল, ১৫০ রাউন্ড গুলি ও সেনাবাহিনীর ১২টি পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.