৮ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ

0

স্পোর্টস ডেস্ক :: বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ জাতীয় দল। ৮ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্টের চতুর্থ আসর। এবার থাকছে বাংলাদেশের দুটি দলসহ মোট আটটি দল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়।

এবারের টুর্নামেন্টের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।

গ্রুপ ‘এ’তে থাকছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর গ্রুপ ‘বি’তে থাকছে কম্বোডিয়া, বাহরাইন, মালদ্বীপ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও টুর্নামেন্টে কো স্পন্সর হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।

এবারের আসরের ম্যাচগুলো বঙ্গবন্ধু স্টেডিয়াম ও যশোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেট স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কারণে তা আর সম্ভব হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.