সীতাকুণ্ডে নির্বাচন স্থগিতের দাবি

0

সীতাকুণ্ড প্রতিনিধি:: সীতাকুণ্ড পৌর নির্বাচনে সরকার দলীয় নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল করেছেন এমন অভিযোগ এনে ৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপি’র মেয়র প্রার্থী আবুল মনছুর।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আবুল মনছুর বলেন, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত থেকেই বোমা ও গ্রেনেড ফাটিয়ে সরকার দলীয় লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বুধবার সকাল নয়টার মধ্যেই ৭টি কেন্দ্র দখলে নেয়।

এসময় তারা সাধারণ ভোটার ও আমাদের সমর্থকদের ভোট প্রদানেও বাধা দেয়। এ বিষয়ে তাৎক্ষনিকভাবে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তাই পৌরসভার নুনাছড়া প্রাথমিক বিদ্যালয়, পন্থিশীলা, ডিগ্রি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, ঈদলপুর জোবাইদিয়া মহিলা মাদ্রাসা এবং শিবপুর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানান বিএনপি’র এ মেয়র প্রার্থী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.