মৌলভীবাজারে সাংবাদিকসহ আহত ৩০

0

সিটিনিউজবিডি:: মৌলভীবাজার জেলায় হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে চার পৌরসভায় ভোটগ্রহণ চলছে। ৩টি পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই, সাংবাদিকদের ওপর হামলা ও কেন্দ্র দখলের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বিকেল সোয়া ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কমলগঞ্জ ছাড়াও মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা পৌরসভার কয়েকটি ভোটকেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া যায়।

মৌলভীবাজার করেসপন্ডেন্ট সেলিম আহমদ জানান, দুপুরে সাড়ে ১২টায় সদর পৌরসভা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এসআইসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে।

এ সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ছবি তুলতে গিয়ে দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদক আব্দুল হামিদ মাহবুব, এসএটিভির পান্না দত্ত, সময় টিভির অলিউর রহমান ও বাংলানিউজের মাহবুবুর রহমান রাহেল লাঞ্ছনার শিকার হন।

এ ছাড়া ব্যালট পেপার ছিনতাইয়ের ফুটেজ ধারণ করতে গেলে ছিনতাইকারীরা ধাক্কা দিয়ে কয়েকজন সাংবাদিককে মাটিতে ফেলে দেয়।

সেলিম জানান, বড়লেখা পৌরসভার মাদরাসা ভোটকেন্দ্র, বড়লেখা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র, গাজীটেকা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থীর সমর্থকরা। এতে পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

জানা যায়, কুলাউড়া পৌরসভার জয়পাশা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছিল বহিরাগতরা। এ সময় স্থানীয়দের তোপের মুখে তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণধোলাইয়ে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.