চট্টগ্রামে জেএসসিতে পাশের হার ৮৫.৪৮ শতাংশ

0

চট্টগ্রাম অফিস : জুনিয়র স্কুল/দাখিল সার্টিফিকেট (জেএসসি-জেডিসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৮৫.৪৮ শতাংশ। পরীক্ষায় পাশ করেছে ১ লক্ষ ৪৩ হাজার ৯৩৯জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ২৬৮জন।

আজ সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ড সচিব ড. পীযুষ দত্ত সহ বোর্ডের কর্মকর্তারা।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম বোর্ডে এবছর জেএসসি-জেডিসি পরীক্ষায় আবেদন করে ১ লক্ষ ৭০ হাজার ৭১৬জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থী।

নগরী ও জেলার মোট ২০৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় জেএসসি পরীক্ষা। পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১৮৬টি স্কুলের শিক্ষার্থীরা।

ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি
ছবি- মোহাম্মদ হানিফ/ সিটিনিউজবিডি

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.educationboardresult.gov.bd) ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

মোবাইল ফোনে এসএমএস এবং ইন্টারনেট থেকে পরীক্ষার ফল জানতে পারবে শিক্ষার্থীরা। JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএম করলেও ফল পাওয়া যাবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.