সাঈদীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ

0

ঢাকা অফিস :: মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে সর্বোচ্চ আদালতের ওই রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করার সুযোগ তৈরি হলো রাষ্ট্রপক্ষের সামনে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে ৬১৪ পৃষ্ঠার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আসামি পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিভিন্ন সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাঈদীর সাজা আরো বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করবে। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন বলে জানা গেছে।

এর আগে রায়ে স্বাক্ষর করেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনসহ আপিল মামলার রায় প্রদানকারী পাঁচ বিচারপতি।

গত বছরের ১৭ সেপ্টেম্বর সংক্ষিপ্তাকারে সাঈদীর আপিল মামলার চূড়ান্ত এ রায় দেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.