নতুন বছর নিয়ে মাশরাফির ভাবনা

0

স্পোর্টস ডেস্ক :: শীতের ছুটিতে তিনি এখন নড়াইলে। যাওয়ার সময় পরিচিত কয়েকজন সাংবাদিককে সঙ্গে করে নিয়ে গেছেন। ঘুরছেন। জমিয়ে আড্ডা দিচ্ছেন। ফোনে যখন পাওয়া গেল, মনে হল তখনও আড্ডার ভেতর। নতুন বছরে পরিকল্পনা কী-জানতে চাইতেই সেই পরিচিত উত্তর, ‘আমি আগে থেকে ঠিক করে কিছু করি না। মন যা বলে তাই করি।’

মাশরাফি একদম যে পরিকল্পনাহীন জীবন-যাপন করেন তা কিন্তু নয়। হয়তো চিন্তামুক্ত থাকতে সাফল্য-ব্যর্থতা নিয়ে ঘাটাঘাটি করেন না। তাই কিছুক্ষণ থেমে উত্তর দিলেন, ‘নতুন বছরে আমাদের একটা চ্যালেঞ্জ কিন্তু আছে; টি-টোয়েন্টিতে নতুন বাংলাদেশকে পরিচিত করাতে হবে।’

‘সামনে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপাতত আমরা এসব নিয়েই ভাবছি। ছুটি শেষে সবাই অনুশীলনে ফিরব। তখনই এসব বিষয়ে আলোচনা হবে।’ বলেন মাশরাফি।

দলকে নির্ভার রাখার মন্ত্র এখন থেকেই দিয়ে দিচ্ছেন তিনি, ‘২০১৬ সালে আমরা কোনো চ্যালেঞ্জ নিয়ে ভাবছি না-ঠিক এটা বলতে চাই না। আমি বেশি চিন্তা করার পক্ষে নই। একটা কথাই বলতে চাই সবাই যেন ক্রিকেটটা উপভোগ করে।’

গেল বছরে বাংলাদেশ শুধু সাফল্যের ভেলায় ভেসেছে। সেই ভেলাকে সঠিক পথে নিয়ে গেছেন অধিনায়ক মাশরাফি। নতুন বছরে তাই তার নেতৃত্ব ঘিরে প্রত্যাশার পারদ অনেক উঁচুতে। কিন্তু মাশরাফি বলতে চাইলেন মাটিতে পা রাখার কথা, ‘২০১৫ আমাদের স্বপ্নের মতো কেটেছে। এই সময়ে আমাদের পারফর্ম্যান্স একটা নতুন মাত্রা পেয়েছে।

অবশ্য সেটা আমাদের ধরে রাখতে হবে। কিন্তু মাঝে মাঝে আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। কখনো যা আশা করবেন সেটা পাবেন, আবার কখনো পাবেন না। তখন কিন্তু সেই না পাওয়াটাকে মেনে নিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা সত্য। আর তাই ক্রিকেটার এবং দর্শকদের আরেকবার বলতে চাই- চলুন সবাই নতুন বছরে ক্রিকেট উপভোগ করি…।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.