উখিয়ায় বই উৎসব পালিত

0

শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার):: কক্সবাজারের উখিয়ায় বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শূক্রবার সকাল ১১ টার সময় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন উখিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম ভূইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিয়া, উখিয়া রিসোর্স সেন্টারের ইন্সট্রেক্টর অশোক কুমার আচার্য, রাজাপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল আলম নুরু, উখিয়া উপজেলা কৃষকলীগের সাবেক আহবায়ক কাজী আকতার উদ্দিন টুনু, তহশীলদার সেলিম, উখিয়া পোষ্ট মাষ্টার জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক মেধু বড়ুয়া। গতকাল একযোগে উখিয়ার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বই উৎসব পালন করেন। একই দিন মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতেও বই বিতরণ করা হয়।

গতকাল শূক্রবার দুপুরে উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই উৎসবে সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উখিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী। উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ৬টি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ করেছে পালংখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম হেলালী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.