তেলের দাম কমলে বাড়বে জিডিপি

0

অর্থবাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানো হলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কিছুটা বাড়বে- গবেষণা প্রতিবেদনে এমনটাই বলছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

রোববার (০৩ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানানো হয়। ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৫-১৬ প্রথম অন্তর্বতীকালীন পর্যালোচনা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এ বেসরকারি এ সংস্থাটি।

সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরের প্রথম ৫ মাসের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এতে মূল প্রবন্ধ উত্থাপন করেন সিপিডি-এর গবেষক ড. তৌফিকুল ইসলাম খান।

তিনি বলেন, তেলের দাম ১০শতাংশ কমানো হলে জিডিপি প্রবৃদ্ধির হার দশমিক ৩ শতাংশ বাড়বে। মূল্যস্ফীতি কমবে শূন্য দশমিক ২ শতাংশ।

সংবাদ সম্মেলনে ডিজেল, কেরোসিন ও ফার্নিশ ওয়েলের দাম কমাতে সরকারের কাছে অনুরোধ জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.