তুরষ্ক সবসময় বাংলাদেশের পাশে ছিল – ফটিকছড়িতে রাষ্ট্রদূত

0

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ,  ফটিকছড়ি :  বাংলাদেশে নিযুক্ত তুরষ্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্ক বলেছেন, ‘তুরষ্ক আশা করে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হবে। এখানকার বিশাল জনগোষ্টিকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে পারলে; তা অব্যশই সম্বব হবে। তুরষ্ক সবসময় বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে । রাষ্ট্রদূত গত ৪ জানুয়ারী (সোমবার) সকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন এবিসি বাংলাদেশ-তুরষ্ক টেকনিক্যাল স্কুল উদ্বোধনকালে এসব কথা বলেন।  তুরষ্ক ও এ.কে.খান ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্টা করা কারিগরী স্কুলটির ফলক উম্মোচন শেষে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল বারী চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তুরষ্কের অনারারি কনসাল জেনারেল ও এ.কে.খান ফাউন্ডেশনের ট্রাষ্টি সেক্রেটারী সালাউদ্দিন কাসেম খান বলেন, ‘গ্রামের পিছিয়ে পরা যুবশক্তিকে কারিগরী জ্ঞানে প্রশিক্ষিত করে দক্ষ মানবশক্তিতে রপান্তর করার একটা প্রয়াস এ প্রতিষ্ঠান। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এ প্রতিষ্ঠান আগামীতে ব্যাপক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো.খাইরুল ইসলাম, টিভিইটি বিশেষজ্ঞ আহসান হাবিব, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টারের প্রিন্সিপাল নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ, বিদ্যালয়ের সাবেক সভাপতি কামরুল হাসান চৌধুরী খোকন।  এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , আব্দুল হক চৌধুরী আপ্পু, অধ্যক্ষ এস.এম ফসিউদ্দৌলাহ, নাসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, এস.এম মোরশেদুল আমিন, কাউন্সিলর আবুল মুনছুর, শিক্ষক হুমায়ন কবির, রাখাল চন্দ্র নাথ, খোকন দাস, সৈয়দ নুরুল হুদা প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.