ঘোষণা দিতে গিয়ে কাঁদলেন ওবামা

0

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রে অস্ত্র ক্রয়ে নতুন বিধি নিষেধের বিস্তারিত প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে এই ঘোষণা দিতে গিয়ে ওবামা বলেন, অস্ত্র নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তার জন্য অব্যাহতভাবে অজুহাত দেয়া বন্ধ করতে হবে।

শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত কয়েক বছরে ঘটে যাওয়া গণহারে গুলির ঘটনার কথা স্মরণ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।

ওবামা বলেন, ‘শেষ বন্দুক হামলার বিষয়ে কিছু করতে নয়, বরং পরবর্তী হামলার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্যই আমরা এখানে এসেছি।অস্ত্রের পক্ষের তদবিরকারীরা (গান লবি) হয়তো এখন কংগ্রেসকে জিম্মি করে রেখেছে। তবে তারা যুক্তরাষ্ট্রকে জিম্মি করতে পারবে না।’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ক্ষমতায় এই ব্যবস্থা নিচ্ছেন ওবামা। যার কেন্দ্রবিন্দুতে থাকবে ক্রেতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়া বা ‘ব্যাকগ্রাউন্ড চেক’। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এসব ব্যবস্থার অধিকাংশ বাস্তবায়ন সম্ভব হবে।

ওবামা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন তাকে ঘিরে ছিলেন বিভিন্ন হামলার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা এবং নিহতদের আত্মীয়-স্বজন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.