ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্ধেষের বীজ বপন করেছে: সৌদি পররাষ্ট্র মন্ত্রী

0

মোরশেদ রানা(সৌদি ব্যুরো) : ইরান প্রতি বছর শত শত লোকের মৃত্যু দন্ডদেয়,জংগি, সন্ত্রাসী সংগঠন গুলোকে মদদ বা সহযোগিতা দেয়ার ব্যাপারে তারা তৎপর। এবং ইরান মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্বেষ এর বীজ বপন করে চলেছে সম্প্রতি এক বিশেষ সাক্ষাত কারে সৌদি পররাষ্ট্র মন্ত্রী আদিল আল-জুবাইর এই সব কথা বলেন।

তিনি বলেন,ইরান প্রতি বছর মৃত্যুদন্ড কার্যকর করে যাচ্ছে এব্যাপারে কেউ কিছু বলে না। অথচ ইরানিরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, যে ভাবে তারা লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনের উপর করে আসছে। এটাই তাদের স্বভাব।

তারা সন্ত্রাসীদেরকে রসদ সরবরাহ করছে, গুপ্তহত্যা চালাচ্ছে এবং এই অঞ্চলে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, যা
ইসলামি বিশ্বে বিভেদ সৃষ্টি করছে।

এক প্রশ্নের জবাবে আদিল আল-জুবাইর এই সংকট থেকে উত্তরণের উপায় সম্পর্কে বলেন,এটা খুবই সহজ ব্যাপার। তা হলো, ইরানকে বাডাবাডি বন্ধ করতে হবে, অন্যদের উপর হস্তক্ষেপ ও সন্ত্রাসী কর্মকান্ডে সাহায্য করা থেকে তাদেরকে বিরত থাকতে হবে।

সূত্র : সৌদি গেজেট

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.