‘আইব্রু, চুলের স্টাইল করে কলেজে নয়’

0

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের গভর্নর বাজুভাই বালা কলেজছাত্রীদের ফ্যাশনে মনোনিবেশ না করে পড়াশোনায় বেশি মনোযোগী হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন।

শুক্রবার পাঁচদিনব্যাপী বিজ্ঞান কংগ্রেসের সমাপনী দিনে তিনি এ মন্তব্য করেন।

বাজুভাই বালা বলেন, ‘ আপনারা (ছাত্রী) কলেজ আসছেন পড়াশোনা করতে, সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে নয়। কলেজে আসার সময় আইব্রু সাজিয়ে আসার দরকার নেই, চুলের স্টাইল করারও প্রয়োজন নেই।’

বালার এ মন্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীরা হাসাহাসি শুরু করে।

তিনি বলেন, ‘নারী-পুরুষ উভয়ের মধ্যেই বুদ্ধিমত্তা রয়েছে। তবে পুরুষদের মধ্যে গুরুত্ব বোঝার যে প্রবণতা রয়েছে তা নারীদের মধ্যে কমই দেখা যায়।’

পড়াশোনার গুরুত্ব বোঝাতে গিয়ে বাজুভাই বলেন, জীবনে কিছু অর্জন করতে হলে কিছু ছাড়তে হয়। আমি ছাত্রদের কিছু বদঅভ্যাস পরিত্যাগের পরামর্শ দেব। আর ছাত্রীদের বেলা আমার পরামর্শ তারা যেন ফ্যাশন থেকে দূরে থাকে।

ছাত্র-ছাত্রীরা এখন নৈতিকতায় খুব সহজেই ৯০ থেকে ৯৫ নম্বর পাচ্ছে উল্লেখ করে বালা বলেন, ‘ আমরা যখন পড়াশোনা করতাম, এই সর্বোচ্চ নম্বর ছিল তিন বছরে পাওয়া নম্বরের যোগফল।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.